বাগনানে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে ‘সবুজ বাঁচাও’ পদযাত্রা, ক্ষুদিরামের জন্মদিন পালন

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের নিয়ে ‘সবুজ বাঁচাও’ পদযাত্রার আয়োজন করল বাগনান সেভ লাইফ ফাউন্ডেশন। বাগনান স্টেশন থেকে স্টেশন রোড অব্ধি পদযাত্রায় অংশ নেন জনা কুড়ি প্রতিবন্ধী সহ আরও বেশ কিছু মানুষ। বৃহস্পতিবার সকালে বাগনানের স্বেচ্ছাসেবী সংগঠনটির তরফে বাগনান স্টেশনের সামনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেই অনুষ্ঠান থেকে বাগনান প্ল্যাটফর্মে আশ্রয় নেওয়া বেশ কিছু অসহায় ও শারীরিকভাবে বিশেষ সক্ষম ব্যক্তিদের হাতে মাস্ক, স্যানিটাইজার, শীতবস্ত্র ও কম্বল তুলে দেওয়া হয়। এর পাশাপাশি, এদিন বাগনান স্টেশনে দিব্যাঙ্গদের জন্য নির্মীয়মান রাস্তা তৈরির কাজ দ্রুত শেষ করার দাবিতে পোস্টার নিয়ে সরব হন বাগনান স্টেশনে আশ্রয় নেওয়া বিশেষ চাহিদাসম্পন্ন মানুষজন।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগনান-১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ চন্দ্রনাথ বসু, কবি দেবাশিস মুখোপাধ্যায়, বিশিষ্ট চিত্রশিল্পী অনিমেষ ধাড়া সহ অন্যান্যরা। অন্যদিকে, বৃহস্পতিবার সকালে বাগনান স্টেশন চত্বরে ক্ষুদিরাম বসুর জন্মদিন পালন করে ‘স্বজন’ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির তরফে ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান ও স্থানীয় মানুষকে চারাগাছ বিতরণ করা হয়।