নিজস্ব সংবাদদাতা : বাগনানে বিজেপি নেতা কিঙ্কর মাঝির মৃত্যুর প্রতিবাদে বিজেপির ডাকা বাগনান বন্ধের দিনে একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছিল বেশ কয়েকজন বিজেপি নেতা-কর্মীকে। তাদের মধ্যে ৪ বিজেপি নেতা মঙ্গলবার জামিন পেল।
জামিন খবর পেয়েই উলুবেড়িয়া উপ-সংশোধনাগারের সামনে উল্লাসে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। এদিন জামিন পাওয়া চার বিজেপি কর্মীর গলায় মালা পরিয়ে মিষ্টি মুখ করে তাদের বরণ করে নেন গেরুয়া শিবিরের কর্মীরা।
এদিন কর্মীদের নিয়ে উপস্থিত ছিলেন বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সভাপতি শিব শঙ্কর বেজ, সাধারন সম্পাদক সুরজিত মন্ডল, উলুবেড়িয়া বিজেপি নেতা নবকুমার মাল সহ অন্যান্যরা।
উল্লেখ্য, বাগনানের বিজেপি নেতা কিঙ্কর মাঝি খুনের ঘটনার প্রতিবাদে গত ৩০ অক্টোবর বাগনান বনধের ডাক দিয়েছিল বিজেপি। বনধের দিন বাগনান থেকে ৬ বিজেপি নেতা ও কর্মীকে গ্রেফতার করেছিল পুলিশ। দীর্ঘ একমাস পর মঙ্গলবার ৪ জন জামিন পেল।