নিজস্ব সংবাদদাতা : চলে গেছেন। তবু রয়ে গেছেন। নিজ সৃষ্টি, কর্মকে পাথেয় করে বাঙালির হৃদয়ে অমরত্ব লাভ করেছেন সদ্য প্রয়াত সর্বজনশ্রদ্ধেয় বাঙালি কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁরই স্মরণে বৃহস্পতিবার বিকালে গ্রামীণ হাওড়ার শ্যামপুরে শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করল বঙ্গীয় কবি শিল্পী সাহিত্যিক ও বুদ্ধিজীবি ফোরাম নামক একটি সংগঠন।
এদিনের সভায় উপস্থিত হয়েছিলেন বিভিন্ন জায়গার প্রায় ৪০ জন শিল্পী, কবি, সাহিত্যিক। তাঁদের মধ্যে কেউ স্মৃতিচারণা মূলক স্বরচিত কবিতা, আবৃত্তি পাঠ করেন আবার কেউবা সৌমিত্র বাবুর জীবনদর্শন সম্পর্কে আলোচনা করেন। সংগঠনের সাধারণ সম্পাদক উত্তম রায়চৌধুরী বলেন, “সৌমিত্র বাবুর রেখে যাওয়া অসংখ্য অমূল্য সৃষ্টিকে হাতিয়ার করেই বঙ্গসংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে হবে।”