বাগনানে উদ্ধার পদ্মগোখরো, সচেতনতার নজির কাকা-ভাইপোর

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : দীর্ঘদিন ধরে সরকারি-বেসরকারি সংগঠনের তরফে প্রচার, সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সচেতনতার বার্তার ফলে গ্রামীণ হাওড়ার বিভিন্ন ব্লকে বন্যপ্রাণ সচেতনতার গড়ে উঠেছে। আবারও তার নিদর্শন রাখল বাগনানের হাটুড়িয়া গ্রামের কাকা – ভাইপো।

সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ নিজের বাড়ির উঠানে একটি পদ্মগোখরো সাপকে দেখতে পান বছর চব্বিশের যুবক শুভজিৎ বেরা। শুভজিৎ তাঁর কাকা গৌতম বেরাকে সাথে নিয়ে সাপটিকে একটি বোতলবন্দী করেন।তারপর আমতার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে খবর দেন বন দপ্তরে। বন দপ্তরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।