নিজস্ব সংবাদদাতা : আমতা গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে ব্যাপক মারধর, ইউনিফর্ম ছিঁড়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার ২।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলায় আমতা গ্রামীণ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে লাইন দিয়েছিল আমতার সরপোতার বাসিন্দা অমিয় পাখাল ও ফতেপুরের নবকুমার পাল।
অভিযোগ, লাইন অমান্য করে তারা সামনের দিকে এগিয়ে যেতে গেলে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার তাদের বাধা দেয়।
সেই সময় তারা কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে ব্যাপক মারধর করে তাঁর ইউনিফর্ম ছিঁড়ে দেয় বলে অভিযোগ। ঘটনাস্থলে আসে আমতা থানার পুলিশ। পুলিশ অমিয় পাখাল ও নবকুমার পালকে গ্রেফতার করে। আজ ধৃতদের কোর্টে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।