নিজস্ব সংবাদদাতা : দীপাবলির আগেই রাজ্যজুড়ে শীতের আমেজ। দু-একদিন আগে থেকেই তাপমাত্রার পারদ কমছিল। আজ রবিবার আরও নামল কোলকাতার পারদ। তবে বেলা বাড়লে তাপমাত্রা ত্রিশ ছাড়াবে ফলে বেলায় শীত শুরুর আমেজ আর থাকছে না। গত কয়েকদিনের আবহাওয়ার রিপোর্টেই তা স্পষ্ট। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম বলে জানা গেছে। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বৃষ্টি হয়নি। আর্দ্রতার পরিমাণ কমেছে। সর্বোচ্চ ৯৫ ও সর্বনিম্ন ৩৬ শতাংশ। দমদমের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, সল্টলেক ২০.০ ডিগ্রি সেলসিয়াস। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বৃষ্টি হয়নি। আর্দ্রতার পরিমান কমেছে। সর্বোচ্চ ৯৫ ও সর্বনিম্ন ৩২ শতাংশ। দমদমের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস, সল্টলেক ১৯ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। বৃষ্টি হয়নি। আর্দ্রতার পরিমান কমেছে। সর্বোচ্চ ৮৬ ও সর্বনিম্ন ৩৪ শতাংশ। তাপমাত্রা থাকবে সর্বনিম্ন ২১ ডিগ্রি থেকে সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। মঙ্গলবার বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বৃষ্টি হয়নি। আর্দ্রতার পরিমান কমেছে। সর্বোচ্চ ৯০ ও সর্বনিম্ন ৫৪ শতাংশ। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। সোমবার বার বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বৃষ্টি হয়নি। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৫ ও সর্বনিম্ন ৫৯ শতাংশ। অর্থাৎ সর্বোচ্চ থেকে সর্বনিম্ন প্রতি ক্ষেত্রেই নেমেছে তাপমাত্রা। পাশাপাশি কিছুটা কমেছে আর্দ্রতার পরিমানও। সঙ্গে ধীরে ধীরে গতি পাচ্ছে উত্তুরে হাওয়া। এদিকে দক্ষিবঙ্গের সার্বিক ছবিটাও প্রায় একই রকম । রবিবার সকালে আসানসোলের তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস, দিঘা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস, পানাগড় ১৩.০ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়া ১৪.০ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস, মেদিনীপুর ১৭.১ ডিগ্রি সেলসিয়াস।