নিজস্ব সংবাদদাতা : নরম মাটিতে চাকা বসে রাস্তার পাশে থাকা নয়ানজুলিতে উল্টে গেল একটি আঠারো চাকার ট্যাঙ্কার। ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়ার পীরতলার কাছে।
সূত্রের খবর, আজ সকাল ৯ টা নাগাদ ৬ নং জাতীয় সড়কের পীরতলার কাছে একটি সরিষার তেলবাহী ট্যাঙ্কারকে রাস্তার ধারে দাঁড় করিয়ে পাশে চা খাচ্ছিলেন চালক। কোনো কারণে নরম মাটি হওয়ায় বসে গিয়ে ট্যাঙ্কারটি রাস্তার পাশে থাকা নয়নাজুলিতে উল্টে যায়।
জানা গেছে, সরিষার তেল ভর্তি ট্যাঙ্কারটি গুজরাট থেকে হলদিয়া আসছিল। ঘটনাস্থলে আসে পুলিশ। ৩ টি ক্রেন ও ১ টি হাইড্রোলিক দিয়ে ট্যাঙ্কারটিকে তোলার কাজ চলছে বলে জানা গেছে। এর জেরে কোলাঘাটমুখী লেন বন্ধ রেখে একটি পেট্রল পাম্প দিয়ে গাড়িগুলিকে পাশ করা হচ্ছে বলে জানা গেছে। এই দুর্ঘটনার জেরে অনেক টাকার তেল নষ্টের আশঙ্কা করা হচ্ছে।