নিজস্ব সংবাদদাতা : প্রত্যন্ত গ্রামাঞ্চলের বুকে কখনো ভুটানের স্বর্ণমন্দির, কখনো দিল্লির লালকেল্লা, আবার কখনো বা হোগলা পাতার প্রতিমা তৈরি করে সাড়া ফেলেছিল শ্যামপুরের বাছরী যুব সংঘ। কিন্তু, এবার আর কোনো থিম নয় বরং সাবেকিয়ানাতেই ভরসা রেখেছেন যুব সংঘের সদস্য-সদস্যারা। ডাকের সাজে সাবেকি প্রতিমাই এবার তাদের মূল আকর্ষণ।
পুজো কমিটির সম্পাদক শান্তনু বিশ্বাস জানান, “আমাদের গ্রামের অর্থনীতি স্বর্ণশিল্পের উপর অনেকটা নির্ভরশীল। কিন্তু, করোনা আর লকডাউনের জেরে স্বর্ণশিল্পীরা কাজ হারিয়েছে গ্রামে ফিরে এসেছেন।আর্থিক মন্দার কারণেই পুজোর বাজেট কাটছাঁট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এবার উৎসবের থেকে সামাজিক ভাবনাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন বাছরী যুব সংঘের সদস্যরা।তাই অনাড়ম্বর পুজোয় বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তারা জানান।