নিজস্ব সংবাদদাতা : উলুবেড়িয়ার দক্ষিণ জগদীশপুরের জেলেপাড়া। গঙ্গা তীরবর্তী এই গ্রামের বয়স প্রায় পাঁচশ ছুঁইছুঁই। গ্রামে অন্যান্য পুজো হলেও দুর্গাপুজো কখনো হয়নি। গ্রামবাসীদের এই আক্ষেপ দীর্ঘদিনের। আশেপাশের গ্রামের পুজোতে গিয়েই মূলত কচিকাঁচাদের আনন্দ করতে হয়।
এবার জেলেপাড়াবাসীর দীর্ঘদিনের দাবিপূরণ হতে চলেছে। করোনা আবহের মাঝে দাঁড়িয়েই জেলেপাড়ায় দুর্গোৎসবের সূচনা ঘটনা। উলুবেড়িয়া পৌরসভার প্রশাসকমন্ডলীর অন্যতম সদস্য তথা প্রাক্তন স্থানীয় কাউন্সিলর আব্বাসউদ্দীন খানের উদ্যোগেই মূলত পুজোর আয়োজন।
আব্বাসউদ্দীন খান বলেন, “জেলেপাড়া আমার ওয়ার্ডের অন্তর্ভুক্ত। এখানে দুর্গাপুজো না হওয়ায় এখানকার আবালবৃদ্ধবনিতাকে অন্যান্য জায়গায় পুজো দেখতে যেতে হত। করোনা পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের যাতে আর বাইরে না যেতে হয় তা-ই এই পুজোর আয়োজন।” এর পাশাপাশি, সোমবার জেলেপাড়াতেই প্রাচীন শীতলা মন্দিরের নবনির্মিত মন্দিরের উদ্বোধন করেন আব্বাসউদ্দীন খান।