নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ লকডাউনে চাষিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার পাশাপাশি আম্ফানের তান্ডবেও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার কৃষকর। কিন্তু, আম্ফানে ক্ষতিগ্রস্ত কৃষকরা রাজ্য সরকারের কোনো ক্ষতিপূরণ পাচ্ছেন না বলে অভিযোগ করলেন বিজেপি নেত্রী তথা সাংসদ লকেট চ্যাটার্জী।
কৃষি আইনের সমর্থনে ‘শুনুন চাষীভাই’ শীর্ষক কর্মসূচিতে গতকাল গ্রামীণ হাওড়ার বাগনানের বাঁকুড়দহ গ্রামে আসেন লকেট। তিনি গ্রামের কয়েকশো ফুলচাষীকে নিয়ে আলাপ-আলোচনা চালান। তাদের কাছে কৃষির আইন সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন।
লকেট চ্যাটার্জী বলেন, “এই নয়া কৃষি আইনে কৃষকরা উপকৃত হবেন। তাঁদের উৎপাদিত ফসল পছন্দমতো জায়গায় বিক্রির সুযোগ পাবেন। এর ফলে কৃষকদের লাভ বাড়বে।” লকেটের অভিযোগ, “আম্ফানে কেন্দ্রীয় সরকারের দেওয়া ক্ষতিপূরণের টাকা রাজ্য সরকার পুরোপুরিভাবে মেরে নিয়েছে। তাই এখানকার কৃষকরা পাচ্ছেন না।” এদিন, লকেটের কাছে বাগনানের বেশ কিছু ফুলচাষি বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে তিনি সমস্যাগুলি কেন্দ্রীয় সরকারের নজরে আনার আশ্বাস দেন।