কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে আমতায় তৃণমূলের প্রতিবাদ সভা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে ইতিমধ্যেই সোচ্চার হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। এবার কৃষি আইন ও বাংলার প্রতি মোদী সরকারের বঞ্চনার অভিযোগ তুলে গ্রামীণ হাওড়ার আমতা-২ ব্লকে প্রতিবাদ সভা করল তৃণমূল গতকাল বিকালে আমতা বিধানসভার জয়পুরে একটি প্রতিবাদ সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস।

সভায় উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক পুলক রায়, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা হাওড়া জেলা তৃণমূলের মুখপাত্র সুকান্ত কুমার পাল, তৃণমূল যুব নেতা দেবাংশু ভট্টাচার্য সহ অন্যান্যরা।

সুকান্ত কুমার পাল বলেন, “কেন্দ্রীয় সরকারের এই কালা আইন কৃষক বিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই আইনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে সোচ্চার হয়েছে।” তিনি আরও বলেন, “বাংলা বঞ্চনার শিকার। বাংলার প্রাপ্য বিপুল পরিমাণ অর্থ কেন্দ্রীয় সরকার দিচ্ছেনা। আমরা সেই বকেয়া আদায়ের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছি। আগামীতেও যাব।”