নিজস্ব সংবাদদাতা : উত্তর দিনাজপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়াতে বন্ধ হয়েছে পরিশ্রুত পানীয় জল সরবরাহ ব্যবস্থা। পঞ্চায়েত নিয়ন্ত্রিত পানীয় জল সরবরাহ এভাবে বন্ধ হওয়াতে ক্ষোভ ছাড়ালো উত্তর দিনাজপুর জেলার মালগাও গ্রাম পঞ্চায়েতের পূর্ব মালগাওয়ের ঝাপরি মোড় এলাকায়।চলতি বছর গরমের শুরুতে জল সংকট মোকাবিলায় মালগাও পঞ্চায়েত এই পানীয় জল সরবরাহ ব্যবস্থা চালু করে।সাব মাসির্বল পাম্প বসিয়ে ভূগর্ভস্থ্য পানীয় জল তুলে তা একটা ট্যাঙ্কে মজুদ করে ট্যাপের মাধ্যমে সরবরাহ করা হয়। কালিয়াগঞ্জে ব্লকের এই মালগাও পঞ্চায়েরের অধিকাংশ মৌজার প্রতিবছর পানীয় জল সংকটে পড়ে।ভূগর্ভস্থ্য পানীয় জলের স্তর অস্বাভাবিক হারে নেমে যাওয়াতে এই সমস্যা হয় প্রতিবছর।
সেই কারনে পূর্ব মালগাও ঝাপরি মোড় এলাকায় সাব মাসির্বল পাম্প দিয়ে ট্যাঙ্কের জল তুলে তা সরবরাহের ব্যবস্থা চালু করেছিল পঞ্চায়েত। এই প্রকল্পের ক্ষেত্রে ২ লক্ষ্য সাড়ে ১২ হাজার টাকা ব্যায় হয়েছিল। নিঃসন্দেহে এই প্রকল্পের ফলে গ্রামের লোকেরা উপকৃত হয়। কিন্তু তিন মাস যেতে না যেতেই জল সরবরাহ বন্ধ হয়ে যায় বিদ্যুতের সংযোগ বন্ধ হয়ে যাবার জন্য। স্থানীয় এক মসজিদ থেকে চুক্তি ভিত্তিত বিদ্যুত সংযোগ নেওয়া হয়েছিল।কিন্তু মসজিদের সাথে চুক্তি শেষ হয়ে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছেদ করে দেয়। ফলে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। ফলে গ্রামের মানুষদের সমস্যায় পড়েছে। গ্রাম বাসিদের দাবি যত শিঘ্রই সমস্যার সমাধান করে পানীয় জল সরাবরাহ চালু করা হোক। এদিকে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার জানান, বিষয়টি তার জানা নেই এবং কেউ অভিযোগ দায়ের করেনি। তবু তিনি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহন করবেন।