নিজস্ব সংবাদদাতা : ১৯৯১ সালের ১৮ ই জুনের ‘নির্মম’ ঘটনার পর থেকেই রাজ্য রাজনীতিতে পরিচিতি আমতার কান্দুয়া গ্রামের। এবার সেই কান্দুয়ার মাটিতে দাঁড়িয়েই কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদে সরব হল ঘাসফুল শিবির। গতকাল বিকালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গ্রামীণ হাওড়ার আমতা থানার কান্দুয়া গ্রামে মোদী সরকারের কৃষি বিলের বিরুদ্ধে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থকের উপস্থিতিতে এদিন প্রতিবাদ সভার মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরুদ্ধে তোপ দাগেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা। তিনি বলেন, “উদয়নারায়ণপুর বিধানসভার কান্দুয়া গ্রামে মূলত কৃষিজীবি মানুষের বসবাস। সেই কৃষক ভাইয়েরা যে হাতে ভোট দিয়েছিলেন সেই হাত কেটে দেওয়া হয়েছিল। সেই নির্মম রক্তাক্ত ইতিহাস সবাই জানেন। কান্দুয়ার কৃষক ভাইদের সেই মাটিতে দাঁড়িয়েই কেন্দ্রীয় সরকারের কালা কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই সভা।”
তিনি আরও বলেন, “অন্যান্যবার ১৮ ই জুন এই গ্রামে সভা করা হলেও এবার করোনার জেরে তা সম্ভব হয়নি। তা-ই কান্দুয়াতে এই সভা অনুষ্ঠিত করা হল।” এদিনের সভায় দেবান্দি, আনুলিয়া, সরপোতা সহ বেশ কয়েকটি গ্রাম থেকে প্রায় ৩৫০ জন কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক সমীর পাঁজা। সমীর বাবু ছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সীতানাথ ঘোষ, আমতা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি ধনঞ্জয় বাকুলী সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।