নিজস্ব সংবাদদাতা : করোনা ও লকডাউনের জেরে মার্চের শেষের দিকে বন্ধ হয়ে যায় হাওড়ার মঙ্গলাহাট। লকডাউন উঠে আনলক পর্ব শুরু হলেও সরকারি অনুমতি না মেলায় দীর্ঘদিন বন্ধ আছে বাংলার অন্যতম বৃহৎ এই বস্ত্র বাজার। তবে পুজোর আগেই সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে খুলতে চলেছে হাওড়ার মঙ্গলাহাট। বুধবার করোনা সম্পর্কিত জেলা টাস্ক ফোর্সের সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
তবে আগে হাওড়া ময়দান ও মল্লিক ফটক চত্বরে হাট বসলেও এবার হাটের স্থল পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফুটপাতে বসা খুচরো ব্যবসায়ীদের জন্য শালিমারের ডিউক রোড বা অন্য কোনও জায়গায় বসার ব্যবস্থা করা হবে বলে জানা গেছে। উল্লেখ্য, বাংলার বিভিন্ন জেলার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে জামা কাপড় কিনতে এখানে ভিড় জমান ক্রেতা-বিক্রেতারা। তাঁরা পাইকারি দরে এখান থেকে জামা-কাপড় কিনে নিয়ে গিয়ে তা বিক্রি করেন দোকানে। লকডাইনের জেরে আচমকাই মুখ থুবড়ে পড়ে বস্ত্র ব্যবসা। পুজোর আগেই মঙ্গলাহাট চালু হওয়ায় আশার আলো দেখছেন ব্যবসায়ীরা।