নিজস্ব সংবাদদাতা : আবারও বড়সড় সাফল্য পেল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। বিপুল পরিমাণ গাঁজা পাচারের সময় এসটিএফ কোলকাতা ও হাওড়া গ্রামীণ জেলা পুলিশের হাতে ধরা পড়ল ৪ দুষ্কৃতী।
পুলিশ সূত্রের খবর, ৬ নং জাতীয় সড়কের পাঁচলা এলাকায় একটি ইনোভা ও একটি হুন্ডাই ভার্না গাড়িকে আটক করে পুলিশ।গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ১৫০ কেজি গাঁজা।
গ্রেফতার করা হয় ৪ দুষ্কৃতীকে। পাশাপাশি আটক করা হয় গাড়ি দু’টিকে। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্র মারফত খবর পেয়েই এসটিএফ ও হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এসওজির এই যৌথ অভিযান।
জানা গেছে, ধৃত দুষ্কৃতীদের নাম প্রেম ডোরা, সুব্রত বিশ্বাস, মহাদেব সাহা ও অমৃত রায়। সুব্রত, মহাদেব ও অমৃত নদীয়ার নবদ্বীপ থানা এলাকার বাসিন্দা হলেও প্রেম ওডিশার বাসিন্দা।