নিজস্ব সংবাদদাতা : রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যের একঝাঁক পুলিশ অফিসারকে বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে নাম রয়েছে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আশীষ মৌর্য্যের। এই তরুণ আইপিএস অত্যন্ত দক্ষতার সাথে মাঠে নেমে আইনশৃঙ্খলা রক্ষার কাজ করতেন গ্রামীণ হাওড়ার বিভিন্ন প্রান্তে। তাঁকে শিলিগুড়িতে এস.টি.এফের এস.পি হিসাবে বদলি করা হচ্ছে।
হাওড়া গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে দায়িত্ব নিতে চলেছেন ইন্দ্রজিৎ সরকার। ডাব্লপিএস ইন্দ্রজিৎ সরকার মাথাভাঙায় এডিশনাল এসপির দায়িত্বে ছিলেন। এর পাশাপাশি, হাওড়া গ্রামীণ জেলা পুলিশের আরেক অফিসার শান্তি সেন আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে দায়িত্ব নিতে চলেছেন।