নিজস্ব সংবাদদাতা : রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা কে জয় বাড়ি ফিরলেন ২১৪৩ জন রোগী ফলে এখনো পর্যন্ত রাজ্যে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৫০৫১৭, যা বর্তমান পরিস্থিতিতে আশার আলো দেখাচ্ছে। আজ সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রকাশিত এক বুলেটিনে একথা জানানো হয়েছে। বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘন্টায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৫৮৯ জন ও মৃত ৪৮ জন। অর্থাৎ পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭২৭৭৭ জন যার মধ্যে ২০৬৩১ জন রোগী চিকিৎসাধীন এবং মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৬২৯ জন। রাজ্যে সুস্থতার হার ৬৯.৪১ শতাংশ।
অন্যদিকে, হাওড়াতে ক্রমেই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী হাওড়াতে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৬২ জন, সুস্থ হয়েছেন ১৭৫ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। অর্থাৎ এখনো পর্যন্ত হাওড়াতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮০১২ জন, যার মধ্যে ১৯৬৮ জন চিকিৎসাধীন। এছাড়াও হাওড়া তে মোট সুস্থ রোগীর সংখ্যা ৫৮৩৯ জন ও মোট মৃত ২০৫ জন বলে জানানো হয়েছে এই বুলেটিনে।
হাওড়াতে মোট আক্রান্তের সংখ্যা ৮০০০ ছাড়ালো
Published on: