নিজস্ব সংবাদদাতা : গোষ্ঠী সংক্রমণ রোধে সাপ্তাহিক লকডাউনের প্রথম দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে লকডাউন কার্যকর করতে পুলিশ ও প্রশাসনের কর্তাদের উল্লেখযোগ্য ভূমিকা চোখে পড়েছে। শহরের মতোই হাওড়া গ্রামীণের বিভিন্ন এলাকায় বন্ধ ছিল বাজার-দোকানপাট। রাস্তাঘাটও ছিল শুনশান। তবে লকডাউনের মাঝেই উলুবেড়িয়া পৌর এলাকার অন্তর্ভুক্ত বাউরিয়ায় দু’টি জুটমিল খোলা রাখার অভিযোগ উঠল।
ইন হাউজ ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে ছাড় থাকলেও জুটমিল খোলা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। আবার জুটমিল থেকে বেরোনার সময় অনেক শ্রমিকের মুখে মাস্কের দেখা মেলেনি বলে অভিযোগ। এমনকি অনেককে সামজিক দূরত্ব মেনে চলতে দেখা যায়নি বলেও জানা গেছে। তবে বাউরিয়া জুটমিলের কর্তা অরিন্দম সিংহ রায় জানিয়েছেন, “সোশ্যাল ডিস্ট্যান্স মেনেই আমাদের শ্রমিকরা কাজ করেছেন। জুন-জুলাই মাসে লকডাউন চলাকালীন সরকারি নির্দেশ মেনে যেভাবে কাজ হয়েছিল ঠিক সেভাবেই আজ তাঁরা কাজ করেছেন।”