নিজস্ব সংবাদদাতা : একুশের বিধানসভাকে পাখির চোখ করে সংগঠনকে মজবুত করতে ময়দানে নেমে পড়লেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজের একাধিক জেলায় তৃণমূল সভাপতির রদবদল ঘটলেও গ্রামীণ হাওড়ায় সভাপতি হিসাবে উলুবেড়িয়া দক্ষিণের বিধায়ক পুলক রায়কেই বহাল রাখা হয়েছে। উল্লেখ্য, নতুন সৃষ্টি হওয়া জেলা চেয়ারম্যানের পদে বসানো হয়েছে প্রবীণ রাজনীতিবিদ তথা শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডলকে।
কিন্তু, এই সাংগঠনিক জেলায় দু’জন বিধায়ককে কো-অর্ডিনেটরের পদে বসিয়ে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। জানা গেছে, উলুবেড়িয়া দক্ষিণ, উলুবেড়িয়া পূর্ব, উদয়নারায়ণপুর ও সাঁকরাইল বিধানসভার কো-অর্ডিনেটর হিসাবে কাজ করবেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা।
পাশাপাশি, যুব নেতা হিসাবে পরিচিত বাগনানের বিধায়ক অরুণাভ সেনকে আমতা, বাগনান, উলুবেড়িয়া উত্তর ও শ্যামপুর বিধানসভার দায়িত্বভার দেওয়া হয়েছে। অন্যদিকে, আগের মতোই জেলা তৃণমূল যুব সভাপতির পদে বহাল থাকছেন আমতা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল।