নিজস্ব সংবাদদাতা : উলুবেড়িয়া থেকে আমতা, বাগনান থেকে উদয়নারায়ণপুর —সাপ্তাহিক লকডাউনের প্রথম দিনে গ্রামীণ হাওড়ার প্রায় সর্বত্রই চিত্রটা এক। বন্ধ বাজার-দোকানপাট। বন্ধ বাস, অটো, টোটো।
রাস্তায় মানুষের দেখা নেই বললেই চলে। রাস্তায় যাদের দেখা মিলছে তারা অধিকাংশই অত্যাবশকীয় পরিষেবার সাথে যুক্ত।
বিভিন্ন জায়গায় চলছে পুলশি টহল। উপযুক্ত কারণ ও প্রমাণ দেখালে তবেই মিলছে গন্তব্যে যাওয়ার ছাড়পত্র। নাহলে তাদের বাড়ি ফিরিয়ে দেওয়া হচ্ছে।
অন্যান্য দিনের তুলনায় ব্যস্ত জাতীয় সড়কও অনেকটাই ফাঁকা। গোষ্ঠী সংক্রমণ রোধে রাজ্যের অন্যান্য জায়গার মতো গ্রামীণ হাওড়ায় এহেন কড়া লকডাউনে খুশি সাধারণ মানুষ।