নিজস্ব সংবাদদাতা : চলে গেলেন উলুবেড়িয়াবাসীর কাছের মানুষ স্বনামধন্য চিকিৎসক উৎপল ভৌমিক। হাওড়া জেলার সিংহভাগ মানুষই একডাকে চেনেন এই চিকিৎসককে। দীর্ঘদিন ধরে উলুবেড়িয়া শহরের পাশাপাশি গ্রামীণ হাওড়ার বিভিন্ন প্রত্যন্ত গ্রামে চিকিৎসক হিসাবে মানুষের সেবায় নিয়োজিত থেকে মানুষের মাঝে একজন সুদক্ষ চিকিৎসক রূপে খ্যাতি অর্জন করেছিলেন। করোনা পরিস্থিতির মাঝেও মানুষকে নিরন্তরভাবে পরিষেবা দিয়ে চলেছিলেন।
হঠাৎই থমকে গেল তাঁর জীবন। সূত্রের খবর, গতকয়েকদিন ধরেই অসুস্থ থাকায় কোলকাতার একটি বড়ো বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন হার্টের এই প্রবীণ চিকিৎসক। জানা গেছে, সেখানেই আজ সকালের পর তাঁর দু’বার হার্ট অ্যাটাক হয়। তারপরই আজ দুপুর নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই স্বনামধন্য চিকিৎসক। ডাক্তারবাবুর অকালে চলে যাওয়াকে কেউই মেনে নিতে পারছেন না। শোকস্তব্ধ অগণিত মানুষ। শোকের ছায়া উলুবেড়িয়া জুড়ে।