আম্ফান সংক্রান্ত দুর্নীতির বিরুদ্ধে উলুবেড়িয়ায় ডেপুটেশন বামেদের

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : উলুবেড়িয়া-১ ব্লকে আম্ফান নিয়ে বেশ কয়েকদিন আগেই দুর্নীতির অভিযোগ উঠেছিল। এবার সেই দুর্নীতির উপযুক্ত তদন্ত চেয়ে উলুবেড়িয়ায় পথে নামল বাম কর্মী-সমর্থকরা।

আম্ফানে ক্ষতিপূরণ সংক্রান্ত দুর্নীতির বিরুদ্ধে সঠিক তদন্ত এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে উলুবেড়িয়া-১ ব্লকে ডেপুটেশন জমা দেয় স্থানীয় বাম নেতৃত্ব। সেই ডেপুটেশন কর্মসূচিতে অংশ নেন কয়েক হাজার বাম কর্মী-সমর্থক।

উলুবেড়িয়া-১ ব্লকের বিভিন্ন প্রান্তের প্রায় আড়াই হাজার বাম কর্মী সমর্থক উলুবেড়িয়া গরুহাটায় দলীয় কার্যালয়ের সামনে হাজির হয়। সেখান থেকে মিছিল করে তারা উলুবেড়িয়া ১ নং ব্লক অফিসে যায়।

সেখানে উপস্থিত উলুবেড়িয়া থানার পুলিশ প্রথমে তাদের অফিসের গেটে আটকে দেয়। পরে গেট খুলে দেওয়া হলে তারা ভিতরে প্রবেশ করে। সেখানে বিক্ষোভ দেখানোর পর তারা বি ডি ও অফিসে ডেপুটেশন জমা দেয়। বামেদের পক্ষ থেকে জানানো হয়েছে আম্ফানের ক্ষতিগ্রস্তদের তালিকায় দুর্নীতির বিরুদ্ধে লাগাতার আন্দোলন চলবে।