নিজস্ব সংবাদদাতা : ইতিমধ্যেই দেশের বিভিন্ন রুটে বেসরকারি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। এর জেরে ভাড়া যেমন বাড়বে তেমনই সরকারি কর্মসংস্থান বিলুপ্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে ওয়াকিবহাল মহল।
ভারতীয় রেলের বেসরকারিকরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ রাজ্যের বিভিন্ন জায়গায় অবস্থান-বিক্ষোভে সামিল হয়েছে রাজ্যের শাসকদল। রাজ্যের বিভিন্ন জায়গার মতোই গ্রামীণ হাওড়ার বিভিন্ন ব্লকে অবস্থান-বিক্ষোভ কর্মসূচিতে সামিল হল তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা।
আজ উলুবেড়িয়া স্টেশনের সামনে অবস্থান-বিক্ষোভে সামিল হন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল কর্মী-সমর্থকরা। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ, উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ইদ্রিস আলি।
অন্যদিকে, বীরশিবপুর স্টেশনে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়। এর পাশাপাশি, বাগনানে প্রতিবাদ কর্মসূচিতে দলের কর্মী-সমর্থকদের নিয়ে উপস্থিত ছিলেন বাগনানের বিধায়ক অরুণাভ সেন, তৃণমূল নেতা মানস বসু।