নিজস্ব সংবাদদাতা : করোনা আবহে দেশের বিভিন্ন ব্ল্যাডব্যাঙ্কে রক্তের সংকট দেখা দিয়েছে। মোটা টাকার বিনিময়েও মিলছে না একফোঁটা রক্ত। এর জেরে মহাসমস্যার সম্মুখীন থ্যালাসেমিয়া ও মুমূর্ষু রোগীদের অসংখ্য পরিবার।
এবার লকডাউনের মাঝেই রক্তের সংকট পূরণে এগিয়ে এলো আমতার তৃণমূল কর্মীরা। আজ আমতা বিধানসভা কেন্দ্রের গাজীপুরে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল একটি রক্তদান শিবির।
১২ জন মহিলা সহ মোট ৫০ জন রক্তদান করেন বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। রক্ত সংগ্রহে ছিল উলুবেড়িয়া হাসপাতালের ব্ল্যাডব্যাঙ্ক। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকান্ত কুমার পাল।