নিজস্ব সংবাদদাতা : সরকারি ক্ষেত্রে বিনামূল্যে করোনা টেস্ট হলেও এ রাজ্যের বেশ কিছু বেসরকারি হাসপাতাল ও পরীক্ষাগারে করোনা টেস্ট করাতে গিয়ে মোটা টাকা খরচের অভিযোগ উঠছিল। এবার সরকারি তরফে বেসরকারি ক্ষেত্রে করোনা টেস্টের খরচ নির্ধারণ করে দেওয়া হল। গত পরশু রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফে প্রকাশিত একটি নির্দেশিকায় জানানো হয়, বেসরকারি ক্ষেত্রে নমুনা পরীক্ষার খরচ ২২৫০ টাকার বেশি নেওয়া যাবে না।পাশাপাশি, বেসরকারী হাসপাতালে প্রতিদিন পিপিই এবং অন্যান্য সুরক্ষা সরঞ্জামের জন্য লাগামছাড়া টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল। নির্দেশিকা অনুযায়ী, এক্ষেত্রে এখন থেকে দিনপ্রতি ১০০০ টাকার বেশি নেওয়া যাবে না। এছাড়াও, ভর্তি থাকা রোগীদের ক্ষেত্রে ডাক্তারি পরামর্শে জন্যও ১০০০ টাকার বেশি নেওয়া যাবে না বলে জানানো হয়েছে। নির্দেশিকা না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সরকারি তরফে জানানো হয়েছে।
বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষার মূল্য নির্ধারণ করে দিল রাজ্য সরকার
Published on: