নিজস্ব সংবাদদাতা : বাগনানের গোপালপুরে ছাত্রী নির্যাতন ও তার মা’কে খুনের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে বাগনানের গোপালপুর গ্রামের তৃণমূল নেতা তথা স্থানীয় বাগনান-২ পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী কুশ বেরা। স্ত্রী’র নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় ‘দাদাগিরি’ চালানোর অভিযোগ উঠেছে কুশের বিরুদ্ধে।
জানা গেছে, ২০১১ পর্যন্ত সিপিএমেই ছিল কুশ। তারপর, রাজ্যে পালাবদলের পরই দল বদল করে বাগনানের এই তৃণমূল নেতা। ২০১৩ সালের পঞ্চায়েত ভোটে টিকিটও পেয়ে যায় কুশের স্ত্রী রমা বেরা। তারপর থেকেই এলাকায় ‘দাদা’ হয়ে ওঠে বাগনান কান্ডের মূল অভিযুক্ত কুশ। গ্রামবাসীদের অভিযোগ, হুমকি, তোলাবাজি, এলাকার মহিলাদের কটূক্তি থেকে মারধর সব বিষয়েই নাম জড়াত কুশ বেরার।
কিন্তু, এলাকার প্রভাবশালী নেতা হওয়ায় ভয়ে কেউ মুখ খুলতেন না। আর তার এই সমস্ত কর্মকান্ডের অন্যতম শাগরেদ হিসাবে কুশের সাথে থাকত এই ঘটনার আরেক অভিযুক্ত শোভন মন্ডল। স্থানীয়দের অভিযোগ, কুশ ও তার শাগরেদ নিজেদের শাসকদলের প্রভাবশালী নেতা হিসেবে পরিচয় দিয়ে এলাকায় দীর্ঘদিন দাপিয়ে বেড়িয়েছে। পেশায় গ্যাস ডেলিভারি বয় কুশের বিরুদ্ধে আরেক অন্য অভিযোগও উঠেছে।
অভিযোগ, কু্শ বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে দিয়ে বেআইনিভাবে টাকা নিত। আর উপভোক্তারা তা না দিতে চাইলেই তাদের বিভিন্নভাবে হেনস্থা করত। গ্রামবাসীদের বক্তব্য, কুশ ও তার ছায়াসঙ্গী শোভনের এহেন আস্ফালনে শাসকদলের নেতাদের মদত ছিল। যদিও, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এখন এলাকার মানুষের একটাই দাবি, দৃষ্টান্তমূলক শাস্তি হোক কুশ ও তার ছায়াসঙ্গী শোভনের।