নিজস্ব সংবাদদাতা : বর্ষা আসবে আর ইলিশ পাতে পড়বে না তা কী আর হয়। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে লকডাউনের পর সরকারি নির্দেশিকা মেনে গভীর সমুদ্রে ইলিশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল কয়েক হাজার ট্রলার। গতকালই প্রথম ট্রলার বোঝাই ইলিশ ঢুকল ডায়মন্ডহারবারে।
জানা গেছে, প্রায় কুড়ি টন ইলিশ ঢুকেছে ডায়মন্ডহারবারের নগেন্দ্রবাজারে। মৎসজীবিদের সূত্রে খবর, এবার লকডাউনের জেরে খোকা ইলিশ ধরা যায়নি। তাই এবার ইলিশের সাইজ বেশ বড়োই। ডায়মন্ডহারবারের বাজারে রূপোলি ইলিশ ঢুকলেও কাকদ্বীপের মৎসজীবিদের কার্যত হতাশ হয়েই ফিরে আসতে হয়েছে।