নিজস্ব সংবাদদাতা : বিপন্নপ্রায় প্রাণী বাঘরোলের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার আমতা-১ ব্লকের উদং গ্রামে। সূত্রের খবর, গতকাল উদংয়ের আকনপাড়ায় স্থানীয়রা একটি বাঘরোলের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা খবর দেন বন দপ্তরে।
জানা গেছে, বন দপ্তরের কর্মীরা বিকালে ঘটনাস্থলে এসে মৃত বাঘরোলের দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। তবে ঠিক কী কারণে মারা গেল বাঘরোলটি তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য দেহটিকে গড়চুমুক প্রাণীস্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, হাওড়া জেলার আমতা-১ ও আমতা-২ ব্লকের বেশ কিছু গ্রামে এখনো মাঝেমধ্যে দেখা মেলে বাঘরোলের। সরকারি ও বেসরকারি তরফেও দু’ই ব্লকে বাঘরোল সম্পর্কে সচেতনতার প্রচার নিয়মিত চলে।