নতুন করে বাংলায় করোনা আক্রান্ত ৩৪০, হাওড়ায় ৫৮

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : রাজ্যে ফেরা পরিযায়ী শ্রমিকদের সংখ্যা যত বাড়ছে ততই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গতকাল সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, বাংলায় নতুন করে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩৪০ জন, মারা গেছেন ১০ জন। অন্যদিকে, হাওড়া জেলাতেও আক্রান্তের হার অব্যাহত। হাওড়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৮ জন, মারা গেছেন ১ জন। তবে আশার আলো এখনো অব্ধি ২৫৮০ জন করোনা আক্রান্তকে সুস্থ করে বাড়ি ফেরানো সম্ভব হয়েছে।