নিজস্ব সংবাদদাতা : সব রেকর্ডকে ছাপিয়ে রাজ্যে শেষ ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯৬ জন। মারা গেছেন ১০ জন। আজ সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রকাশিত বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। অন্যদিকে, হাওড়া জেলাতেও করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। হাওড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯ জন। রাজ্যে এখনো অব্ধি মোট ২৪১০ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে বুলেটিনে জানানো হয়েছে।
সমস্ত রেকর্ড ছাপিয়ে রাজ্যে একদিনে আক্রান্ত ৩৯৬, হাওড়ায় ৪৯
Published on: