নিজস্ব সংবাদদাতা : আম্ফানের জেরে লন্ডভন্ড হাওড়ার ঐতিহ্যবাহী বোটানিক্যাল গার্ডেন। ভেঙে পড়েছে বহু বিরল প্রজাতির গাছ।ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বোটানিক্যাল গার্ডেনের প্রসিদ্ধ বটবৃক্ষ।
আজ দুপুরে বোটানিক্যাল গার্ডেন পরিদর্শনে আসেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় 15 হাজারেরও বেশি গাছ রয়েছে, যার মধ্যে কিছু গাছ শতাধিক বছরের পুরানো। ঝাউ মেহগনি গাছ সাধারণত খুব শক্ত হয় কিন্তু ঝড়ের তাণ্ডবে সেই গাছগুলো বেশিরভাগ গোড়া থেকে উপরে গেছে, না হয় মাঝখান থেকে ভেঙে গেছে। আগামী 5 তারিখ পরিবেশ দিবসে আমিও গাছ লাগাবো আর মানুষকে গাছ লাগানোর অনুরোধ জানাবো।”