নিজস্ব সংবাদদাতা : একের পর এক পরিযায়ী শ্রমিক বোঝাই ট্রেন ঢুকছে বাংলার বিভিন্ন প্রান্তে। পাশাপাশি, বাস ও অন্যান্য গাড়িতে দেশের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য পরিযায়ী শ্রমিক এরাজ্যে ইতিমধ্যেই প্রবেশ করেছেন। গ্রামীণ হাওড়ার বিভিন্ন ব্লকেও এসেছেন কয়েক হাজার শ্রমিক। কেউ এসেছেন মহারাষ্ট্র, দিল্লি,কেউবা আমার চেন্নাই কিমবা গুজরাট সহ অন্যান্য জায়গা।
অভিযোগ, সেই শ্রমিকদের একটা বড়ো অংশ মানছেন না নির্দিষ্ট নিয়ম। হোম কোয়ারান্টাইনের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে অবাধে জনবহুল জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। কেউবা আবার কোনো স্বাস্থ্যপরীক্ষা ছাড়াই সটান হাজির হচ্ছেন বাড়ির দ্বারে। পাড়া-প্রতিবেশীরা নিষেধ করলে শুনছেন না তাদের কথা।
ঘরেফেরা বেশ কিছু পরিযায়ী শ্রমিকের বিরুদ্ধে এমনই সমস্ত চাঞ্চল্যকর অভিযোগ তুলে প্রশাসনিক হস্তক্ষেপের দাবিতে পথ অবরোধ করলেন গ্রামীণ হাওড়ার বাগনান-১ ব্লকের বাকসী পঞ্চায়েত এলাকার শতাধিক বাসিন্দা। গতকাল দুপুর নাগাদ অবরোধকারীরা ডিএমবি মোড়ের কাছে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে অবরোধে সরব হন। অবরোধের জেরে দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায় বাগনান-বাকসী রোডের যান চলাচল।
অবরোধকারীদের অভিযোগ, কয়েকদিন আগেই মহারাষ্ট্র থেকে বেশ কয়েকজন লোক স্থানীয় এলাকায় আসেন। তারা কোনোরূপ ডাক্তারি পরীক্ষা না করেই বাড়িতে ঢুকেছে বলে অভিযোগ করেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা। অবরোধকারীদের দাবি, পরিযায়ী শ্রমিকরা যাতে কোনোভাবেই স্বাস্থ্যপরীক্ষা ছাড়া সরাসরি বাড়িতে না ঢুকতে পারেন সেবিষয়ে প্রশাসনকে সুনিশ্চিত করতে হবে। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর বাগনান থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।