নিজস্ব সংবাদদাতা : আম্ফানের তান্ডবের জেরে লন্ডভন্ড গ্রামীণ হাওড়ার বিভিন্ন ব্লক। তারই মাঝে করোনাও তার দাপট দেখাতে শুরু করেছে গ্রামীণ হাওড়ার বিভিন্ন অঞ্চলে। আগে বিক্ষিপ্তভাবে বিভিন্ন ব্লকে দু’একজন করে আক্রান্তের খোঁজ মিললেও এবার একধাক্কায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার খবর মিলল।
জানা গেছে, গ্রামীণ হাওড়ায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮১। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। সূত্রের খবর, এই ৮১ জনের বেশিরভাগই উলুবেড়িয়া থানা এলাকার বাসিন্দা।
সরকারি তথ্য অনুযায়ী, এখনো অব্ধি মহারাষ্ট্র থেকে মোট ৩৯২ জন পরিযায়ী শ্রমিক গ্রামীণ হাওড়ায় ফিরেছেন। তাদের মধ্যে ১৪৪ জনের লালারস পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ৭৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গেছে।