সামাজিক দূরত্ব মেনে উলুবেড়িয়ায় ‘অন্নপূর্ণা হাট’ হাওড়া গ্রামীণ বিজেপির

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : সবুজ ঘাসের মাঠে টেবিলে টেবিলে সাজানো রয়েছে আলু, পেঁয়াজ, ঢ্যাঁড়স, পটল, কুমড়ো সহ ১৪ রকমের কাঁচা শাকসব্জি।

ব্যাগ হাতে মানুষ আসছেন। নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে সুশৃঙ্খলভাবে খাদ্যসামগ্রী সংগ্রহ করছেন টেবিল থেকে। অবশ্য লাগছে না কোনো টাকা। কাজ সেরে দ্রুত বাড়ি ফিরে যাচ্ছেন। নাহ, এটা কোনো ভিড়ভাট্টার হাট কিমবা বাজার নয়।

দীর্ঘ লকডাউনে মানুষের পাশে দাঁড়াতে উলুবেড়িয়া-২ ব্লকের রঘুদেবপুর পূর্ব প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অভিনব ‘অন্নপূর্ণা হাট’-এর ব্যবস্থা করেছে হয়েছে হাওড়া গ্রামীণ জেলা বিজেপির পক্ষ থেকে। জানা গেছে, হাটে প্রায় ১৪ রকমের কাঁচা সব্জির পাশাপাশি রয়েছে ডিম। এলাকার প্রান্তিক মানুষরা বাজারে আসছেন।

বাজারের প্রবেশদ্বারে রয়েছে হ্যান্ড স্যানিটাইজার। তা দিয়ে হাত স্যানিটাইজ করে এই বিশেষ বাজারে ঢুকে নিজের প্রয়োজন মতো সামগ্রী সংগ্রহ করছেন সম্পূর্ণ বিনামূল্যে।

হাওড়া গ্রামীণ জেলার বিজেপির সাধারণ সম্পাদক প্রত্যুষ মন্ডল বলেন, “লকডাউন শুরুর সময় থেকেই হাওড়া গ্রামীণ বিজেপির পক্ষ থেকে গ্রামীণ হাওড়ার বিভিন্ন প্রান্তে কখনো শুকনো খাদ্যসামগ্রী আবার কখনো রান্না করা খাবার তুলে দেওয়া হয়েছে। সেরকমই এদিন রঘুদেবপুর এলাকার প্রায় ২৫০ টি পরিবারের হাতে টাটকা শাক-সব্জি তুলে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ অত্যন্ত উৎসাহের সাথে নির্দিষ্ট নিয়ম মেনেই এই হাটে উপস্থিত হয়েছিলেন।” আগামী দিনেও এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে বলে তিনি জানান।