নিজস্ব সংবাদদাতা : গত মঙ্গলবার থেকে ভারতীয় রেল স্পেশাল ট্রেন চালানো শুরু করেছে। পাশাপাশি, শুরু হয়েছিল দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিং। মনে করা হচ্ছিল ক্রমে স্বাভাবিক হবে যাত্রীবাহী রেল পরিষেবা। কিন্তু, তারই মাঝে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রেলের তরফে ৩০ শে জুন অব্ধি সকল ট্রেনের টিকিট বাতিল করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তের মধ্যে স্পেশাল ট্রেন ও শ্রমিক স্পেশাল ট্রেন চললেও অন্য কোনো যাত্রীবাহী ট্রেন চলবে না। ইতিমধ্যেই রেলমন্ত্রকের পক্ষ থেকে বিশেষ বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, বাতিল হওয়া টিকিটের সমস্ত অর্থ ফেরত দেওয়া হবে। দেশের বিভিন্ন প্রান্তে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সংক্রমণ ঠেকাতে রেলের এই নয়া পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহালমহল।
৩০ শে জুন পর্যন্ত সমস্ত ট্রেনের টিকিট বাতিল, চলবে শুধুমাত্র স্পেশাল ট্রেন, জানাল রেলমন্ত্রক
Published on: