নিজস্ব সংবাদদাতা : লকডাউনের মাঝেই দেশজুড়ে পালিত হচ্ছে রমজান মাস। দীর্ঘ লকডাউনে কর্মহীন হওয়া বহু মানুষই কোনোরকমে ভেজা ছোলা আর দু’এক টুকরো শসা বা কলায় রোজা ভাঙছেন।
এরকমই এক সংকটময় পরিস্থিতিতে গ্রামীণ হাওড়ার বেশ কিছু পরিবারের পাশে দাঁড়াল গ্রামীণ হাওড়ার একটি ফেসবুক গ্রুপ।
জানা গেছে, ফেসবুক সংগঠনটির সদস্যরা আশিক, ইত্তেদাদুল, নাসির, হাসিবুলদের মতো গ্রামীণ হাওড়ার করাতবেড়িয়া, বাইনান সহ বিভিন্ন এলাকার বেশ কিছু দিন আনা খাওয়া মানুষের দ্বারে পৌঁছে দিয়েছেন ইফতার সামগ্রী।
অন্যতম উদ্যোক্তা অতনু রাউত জানান, “রমজান মাসের কথা মাথায় রেখেই আমরা ইফতারের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী পৌঁছে দিচ্ছি।”