নিজস্ব সংবাদদাতা : কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানিয়েছিলেন, কোলকাতা মেডিকেল কলেজকে কোভিড হাসপাতালে পরিণত করা হচ্ছে। প্রাথমিকভাবে সেখানে ৫০০ বেডের ব্যবস্থা করা হয়েছিল। এবার মেডিকেল কলেজের বেড সংখ্যা দ্বিগুণ করা হল। এমনটাই জানানো হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে। উল্লেখ্য, রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কোলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। স্বভাবতই কোলকাতার বিভিন্ন কোভিড হাসপাতালগুলিতে ভিড় বাড়ছে। এই চাপ কাটাতেই মেডিকেল কলেজকে কোভিড হাসপাতালে পরিণত করা হয়। আপাতত, বন্ধ আউটডোর পরিষেবা। করোনা আক্রান্ত ও জ্বর – সর্দি – কাশি নিয়ে যে সমস্ত রোগী আসছেন কেবল তাঁদেরই এখানে চিকিৎসা হবে বলে জানা গেছে।
মেডিকেল কলেজের বেড সংখ্যা বেড়ে হল দ্বিগুণ, জানালো রাজ্য স্বাস্থ্য দপ্তর
Published on: