নিজস্ব সংবাদদাতা : যখন দীর্ঘ লকডাইনে কর্মহীন হয়ে একমুঠো রেশনের চালে কোনোরকমে দিন কাটছে অসংখ্য দিন আনা দিন খাওয়া পরিবারের সেই অবস্থায় দাঁড়িয়েও গ্রাহকদের বাড়িতে বাড়িতে ইতিমধ্যেই বিদ্যুতের বিল পাঠাতে শুরু করেছে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা।
তার বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছে এ রাজ্যের বিরোধী দলগুলি। আজ আবারও বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে নীরব প্রতিবাদে নামল দলের সদস্যরা।
জানা গেছে, আজ সকালে শেখ মুস্তাক আলি ও পবন কর্মকারের নেতৃত্বে বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে বেশ কয়েকজন বিজেপি কর্মী গ্রামীণ হাওড়ার চেঙ্গাইল জলাপাড়া এলাকায় নির্দিষ্ট সামাজিক দূরত্ব মেনে প্রতিবাদে সামিল হন।