নিজস্ব সংবাদদাতা : লকডাউনের মাঝেই এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল আমতার তাজপুর এলাকায়। ওই গৃহবধূকে শ্বাসরোধ করে মেরে ফেলার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে আমতা থানার তাজপুর মীরপাড়া এলাকায়। মৃতার নাম জোসনারা বেগম(২৩)। সূত্রের খবর, গত কয়েক মাস আগেই গ্রামীণ হাওড়ার আমতা থানার তাজপুর গ্রামের মিরপাড়ার যুবক ইরফানের সাথে উলুবেড়িয়ার বীরশিবপুরের জোসনারার বিয়ে হয়।
বিয়ের পর থেকেই সংসারে নিয়মিত অশান্তি লেগে থাকত বলে অভিযোগ করেছেন মৃতার পরিবার। মৃতার বাবা হাকিম মোল্লা জানান, “বৃহস্পতিবার সকাল ৮ টা নাগাদ মেয়ে এক প্রতিবেশী আমায় ফোন করে জানান মেয়ে মারা গেছেন। তড়িঘড়ি মেয়ের শ্বশুরবাড়িতে এসে দেখি ঘরের মধ্যে মেয়ের মৃতদেহ পড়ে আছে।”
শ্বশুরবাড়ির লোকজন বাড়ি থেকে পালিয়ে গেছে বলেও অভিযোগ করেছেন মৃতার বাবা। ঘটনাস্থলে গিয়ে আমতা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ইতিমধ্যেই মৃতার বাবা হাকিম মোল্লা আমতা থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত শুরু করেছে আমতা থানার পুলিশ।