রোজা ভঙ্গে ভেজা ছোলা আর রাতে নুন – ভাতই ভরসা হায়দ্রাবাদে আটক উলুবেড়িয়ার জরি শিল্পীদের

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ লকডাউনে কাজ নেই, ফুরিয়েছে নগদ টাকা। তাই ভরসা বলতে দিনের শেষে কখনো নুন – ভাত, আবার কখনো বা কাঁচা লঙ্কা আর ভাত। এভাবেই কার্যত অভুক্ত অবস্থায় কোনোরকমে দিন গুজরান হচ্ছে নবাবের শহরে আটকে থাকা উলুবেড়িয়ার একদল জরি শিল্পীর।

সূত্রের খবর, কাজের আশায় উলুবেড়িয়ার বেশ কিছু জরি শিল্পী হায়দ্রাবাদে যান। কিন্তু, লকডাউনে কাজ বন্ধ থাকায় ফুরিয়েছে নগদ টাকা। সারাদিন রোজার পর ভেজাছোলা, শশা আর কলাতেই রোজার উপবাস ভঙ্গ করছেন তাঁরা।

আর রাতের খাবার বলতে নুন – ভাত, কিমবা চিনি – ভাত কখনো বা সাথে জোটে একটা কাঁচা পেঁয়াজ। তাও কোনোদিন জুটছেনা। ইমরান, ওয়াসিম, আমির, সাহাবুলদের ভরসা বলতে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের দেওয়া খাবার। তা পেতে গিয়েও কোনো কোনোদিন জুটছে পুলিশের লাঠির ঘা। নুন – ভাত খেয়েই এখন বাড়ি ফেরার অপেক্ষাতেই দিন গুনছেন হাসেম, আনসারুলরা।