নিজস্ব সংবাদদাতা : একদিকে করোনার দাপট, অন্যদিকে মাঝেমধ্যেই ঝড়বৃষ্টি। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আবারও আগামী ৪৮ ঘন্টায় রাজ্যের একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া অফিস। হাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী ৪৮ ঘন্টায় রাজ্যের কোথাও কোথাও শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়াও বইতে পারে। দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা বেশি রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আজ অর্থাৎ শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীরও পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, কোলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। শনিবার উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে পাহাড়ে।
হাওড়া সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, কালবৈশাখীর সম্ভাবনা
Published on: