নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ লকডাউনের জেরে বন্ধ দোকানপাট-শপিং মল – বেসরকারি অফিস। এই সংকটময় পরিস্থিতিতে দাঁড়িয়ে কর্মীরা যাতে বেতন থেকে বঞ্চিত না হন তার জন্য আবেদন জানিয়েছিল সরকার। কিন্তু, তারপরও মিলছে না বেতন। এই অভিযোগেই সরব হলেন হাওড়া,কোলকাতার বেশ কিছু শপিং মলের কর্মীরা। সূত্রের খবর, দীর্ঘদিন বেতন না মেলায় কোনোরকমে দিন কাটাচ্ছে কর্মীদের পরিবার। কর্তৃপক্ষের সঙ্গে বলেও কোনো সুরাহা মেলেনি। তা শেষ পর্যন্ত প্রতিবাদে নেমেছেন তাঁরা। এই সমস্ত কর্মীদের পাশে দাঁড়িয়েছে CITU, ‘Retail Workers Forum of India’-এর মতো একাধিক সর্বভারতীয় শ্রমিক সংগঠন।
উল্লেখ্য, বুধবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় বিগবাজারের কর্মীদের বেতন না মেলার খবর ছড়িয়ে পড়ে। এরপরই শপিং মলের কর্মীদের সংগঠন ‘Retail Workers Forum of India’ -এর পক্ষ থেকে কর্মীদের বেতন দাবি করে ফিউচার গ্রুপকে চিঠি লেখা হয়। সংগঠন সূত্রে খবর, দু-দিনের মধ্যে কর্মীদের বকেয়া বেতন না মেটালে বৃহত্তর আন্দোলনের পথে নামবে কর্মীরা। একই কথা জানানো হয়েছে রাজ্যের শ্রম কমিশনারকেও।
‘Retail Workers Forum of India’ -এর তরফে ইন্দ্রজিৎ ঘোষ জানান, “শপারস স্টপ, ব্র্যান্ড ফ্যাক্টরি, প্যান্টালুন্স, বিগবাজার, স্পেন্সসর’সের কর্মীদের কারও একমাস, কারও দু’মাসের বেতন হয়নি। এই সময়ে একজন কর্মীরও যাতে বেতন না কাটা হয় আমরা তা নিয়ে লড়াই চালিয়ে যাবো।” বিগ বাজারের ঘটনা সম্পর্কে হাওড়ার এক প্রসিদ্ধ মলের বিগবাজার কর্মী জানান, “মে’মাসের ৭ তারিখ হয়ে গেলেও এখনও কোনও কর্মীকে বেতন দেয়নি বিগবাজার। সচারচর মাসের ৩১ তারিখ বা পরের মাসের ১ তারিখ বেতন দেয় বিগবাজার। এবার ৭ তারিখ হয়ে গেলেও বেতন দেওয়া হয়নি। কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি।” ইতিমধ্যেই বিক্ষোভে সামিল হয়েছেন বিগ বাজার সহ বিভিন্ন সংস্থার বহু কর্মী। লকডাউনে বাড়িতে বসেই হাতে পোস্টার নিয়ে ফেসবুকে ছবি দিয়ে এবং লাইভ করে বিক্ষোভে সামিল হয়েছেন তাঁরা।