নিজস্ব সংবাদদাতা : অবশেষে বিস্তারিত বুলেটিন প্রকাশ করল রাজ্য। স্বাস্থ্য দপ্তর প্রকাশিত এই বুলেটিন অনুযায়ী, কেবল হাওড়া জেলাতেই করোনা আক্রান্তের সংখ্যা ২৪১। এর পাশাপাশি, কোলকাতায় আক্রান্ত হয়েছেন ৬৫৯ জন। উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় হাওড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ২১ জন ও কোলকাতায় ৬১ জন। এখনও অব্ধি এরাজ্যে মোট ১২৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছেন। এখনও পর্যন্ত কোভিডে এ রাজ্যে মোট ৬১ জনের মৃত্যু হয়েছে।
শুধুমাত্র হাওড়াতেই করোনায় আক্রান্ত ২৪১ জন, অবশেষে জানাল রাজ্য স্বাস্থ্য দপ্তর
Published on: