নিজস্ব সংবাদাতা : বিগত নির্বাচনে যে সমস্ত জায়গায় রিগিং, অত্যাচার বা ভোট লুঠ হয়েছে, ভোট করতে দেওয়া হয়নি সেই সমস্ত তথ্য নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। আমরা ছাড়াও বাকি বিরোধী দল গুলিও একই কথা জানিয়েছেন। কমিশন চেষ্টা করছে সুস্থ ভোট করানোর। সুস্থ নির্বাচন হবে। উলুবেড়িয়ার মনসাতলায় বিজেপি কার্যালয়ে শক্তি কেন্দ্র সম্মেলন যোগ দিতে এসে এই কথা জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি আরো বলেন গত লোকসভার উপনির্বাচনে ও পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি কিভাবে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের উদয়নারায়নপুর, আমতা, বাগনান এলাকায় দাঁড়াতে দেওয়া হয়নি ,ভোট করতে দেওয়া হয়নি। এইরকম বহু এলাকা রয়েছে। সেই কারণেই আমরা চাইছি পশ্চিমবঙ্গের প্রতিটি বুথকে স্পর্শকাতর বুথ ঘোষণা করে নির্বাচন করতে হবে। সদ্য দলত্যাগ করে বিজেপিতে যোগদান করা অর্জুন সিং এর অফিস ও তার অনুগামীদের বাড়িতে হামলার প্রসঙ্গে তিনি বলেন যতদিন মুকুল রায় তৃণমুলে ছিলেন, তার বিরুদ্ধে কোন কেস ছিলনা। উনি বিজেপিতে যোগদান করার পর থেকেই তার নামে ডজন ডজন কেস। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বিজেপিতে যোগদান করার পর তার বাড়ি ভাঙা হচ্ছে, তার শ্বশুরবাড়ির লাইন কাটা হচ্ছে। স্বাভাবিক ভাবেই অর্জুন সিং বিজেপিতে যোগদান করায়, তার বাড়িতে হামলা হবেই। তৃনমূল বরাবরই হিংসার রাজনীতি করে এসেছে। এটা করতে করতেই তৃনমূল শেষ হবে।
উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের শক্তিকেন্দ্র সম্মেলন যোগ দিতে এসে স্পর্শকাতর বুথ নিয়ে আশঙ্কা প্রকাশ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের
Updated on: