সন্ধ্যা ৭ টা’র পর বাড়ির বাইরে বেরোনার উপর নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ কেন্দ্রের

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দেশজুড়ে লকডাউনের মেয়াদ আরও ১৪ দিন বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে, দেশজুড়ে মৃত্যুমিছিল অব্যাহত। তা-ই কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে মরিয়া কেন্দ্রীয় সরকার। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বিশেষ নির্দেশিকায় জানানো হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া কোনও এলাকাতেই সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত কেউ বাড়ির বাইরে বেরোতে পারবেন না। কেবলমাত্র রেড নয়, অরেঞ্জ ও গ্রিন জোনেও প্রযোজ্য এই নিয়ম। এব্যাপারে রাজ্যগুলিকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। প্রয়োজনে ভারতীয় দণ্ডবিধির ১৪৪ ধারা অনুযায়ী কারফিউ জারি করারও পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রীয় নির্দেশিকায়।