নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কিছুদিন আগেই বাংলার চার জেলা হাওড়া, কোলকাতা, পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগণাকে ‘রেডজোন’ হিসাবে ঘোষণা করা হয়েছিল। এবার রাজ্যে ‘রেডজোন’ ভুক্ত জেলার সংখ্যাটা একধাক্কায় বেড়ে হল ১০। কেন্দ্রের সংশোধিত তালিকায় এবার যুক্ত হল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মালদা, দক্ষিণ ২৪ পরগণা ও পশ্চিম মেদিনীপুর জেলা। জানা গেছে, কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব প্রীতি সুদান বিভিন্ন রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে সংশোধিত রেড-অরেঞ্জ এবং গ্রিন জোনের তালিকা দিয়েছেন। কেন্দ্রের এই নয়া তালিকা অনুযায়ী সারা দেশে বর্তমানে ১৩০ টি জেলা রেড জোন, ২৮৪ টি অরেঞ্জ জোনে এবং ৩১৯ টি গ্রিন জোনভুক্ত।
বিস্তারিত জানতে নিচের দেওয়া লিংক দেখুন – https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1620034