নিজস্ব সংবাদদাতা : মলয়, তপন, বাবলুদের বেশিরভাগই দাশনগরের বিভিন্ন লেদ কারখানার শ্রমিক। কাজ করলে হপ্তা আসে। দীর্ঘ লকডাউনের জেরে বন্ধ কাজ। এরকমই এক সংকটময় পরিস্থিতিতে কার্যত আধপেটা অবস্থায় দিন কাটছে গ্রামীণ হাওড়ার জগৎবল্লভপুর ব্লকের ‘রেডজোন’ লস্করপুরের মল্লিক ভূঁয়েপাড়ার বেশ কিছু দিন আনা দিন খাওয়া পরিবারের।
অভিযোগ, লকডাউন একমাস কেটে গেলেও মেলেনি কোনো প্রশাসনিক সহায়তাও। এরকমই এক পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়াল আমতার স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন দেখার উজান গাঙ’। সংগঠনটির পক্ষ থেকে ওই পাড়ার শ’খানেক মানুষের জন্য পাঠানো হল চাল, ডাল, আলু, নুন, সোয়াবিন, চিনি, সাবান, ডিটারজেন্ট পাউডার, ন্যাপকিন সহ বিভিন্ন সামগ্রী।
সংগঠনের সম্পাদক তাপস পাল জানান, “যেহেতু রেডজোন তাই আমরা ওখানে সরাসরি না গিয়ে ওখানকারই দু-একজন উদ্যোমী যুবককে ডেকে নিই আমতা ও জগৎবল্লভপুর থানার সীমান্তবর্তী পানপুর মোড়ে। সেখানেই আমাদের পক্ষ থেকে তাদের ওই সমস্ত সামগ্রী তুলে দেওয়া হয়। ওই স্থানীয় যুবকরাই মানুষের হাতে তুলে দিয়েছে এইসমস্ত সামগ্রী।” দীর্ঘদিন পর ত্রাণসামগ্রী পেয়ে স্বভাবতই খুশি অর্ধাহারে থাকা পরিবারগুলি।