নিজস্ব সংবাদদাতা : কারুর ছেলে ডাক্তার,কারুর বা ইঞ্জিনিয়ার কিমবা শিক্ষক – আমলা। তবুও শেষ বয়সের মা’য়েদের ঠিকানা সেই বৃদ্ধাশ্রম। আমতা-২ ব্লকের একটি স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালিত বৃদ্ধাশ্রমের একছাদের তলাতেই শেষ জীবনটা কাটাচ্ছেন এমনই বেশ কয়েকজন মা।
করোনা নিয়ে যখন উদ্বিগ্ন গোটা বিশ্ব তখনই তাদের পাশে দাঁড়াল আমতা-২ পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত কুমার পালের উদ্যোগে অমরাগড়ীর ওই বৃদ্ধাশ্রমের ২৩ জন মায়ের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
বৃদ্ধাশ্রমে গিয়ে থার্মাক গান দিয়ে জ্বর পরীক্ষা করেন আমতা-২ ব্লক স্থাস্থ্য আধিকারিক চিকিৎসক মিঠুন মাইতি ও স্থানীয় অমরাগড়ী বি বি ধর হাসাপাতালের সুপার চিকিৎসক সুকান্ত বিশ্বাস। পাশাপাশি, সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে মায়েদের জন্য চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, সোয়াবিন সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। সুকান্ত পাল বলেন, “মানুষের পাশে থাকতে আমতা-২ পঞ্চায়েত সমিতি বদ্ধপরিকর।”