নিজস্ব সংবাদদাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই হাওড়াকে করোনা সংক্রমণের ‘রেড জোন’ হিসাবে ঘোষণা করে প্রশাসনকে অত্যন্ত তৎপরতার সাথে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দিয়েছিলেন। তারপরও হাওড়া শহরের বুকে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।অন্যদিকে, মঙ্গলবার বিকালে হাওড়ার বেলিলিয়াস রোডের ঘটনায় আক্রান্ত হল পুলিশ।
ঘটনার কয়েক ঘন্টা পর মঙ্গলবার রাতেই নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে সরিয়ে দেওয়া হল হাওড়ার পুর কমিশনার বিজিন কৃষ্ণাকে। তবে তাঁর বদলির পিছনে টিকিয়াপাড়ার ঘটনার প্রত্যক্ষ যোগাযোগ আছে কিনা সেবিষয়ে এখনই স্পষ্ট করে কিছু বলা যাচ্ছেনা। আপাতত পুর কমিশনারের দায়িত্ব সামলাবেন হাওড়ার অতিরিক্ত জেলাশাসক ধবল জৈন। অন্যদিকে, বিজিন কৃষ্ণাকে প্রাণী সম্পদ দপ্তরের যুগ্মসচিবের পদে বদলি করা হয়েছে।