নিজস্ব সংবাদদাতা : বিশ্বজুড়ে করোনার দাপটে ত্রাহিত্রাহি রব। তারমাঝেই বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আম্ফান’ – সেরকমটাই জানাচ্ছে দিল্লীর মৌসম ভবন।
হাওয়া অফিস সূত্রের খবর, এপ্রিলের শেষে কিমবা মে মাসের শুরুতে উপকূলে আছড়ে পড়তে পারে থাইল্যান্ডের নামাঙ্কিত এই ঘূর্ণিঝড়। মাঝ বৈশাখে বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া ঘূর্ণিঝড় ‘আম্ফান’ ঠিক কতটা শক্তিশালী হবে বা কোথায় আছড়ে পরবে তা এখনো স্পষ্ট করে জানা যায়নি।
তবে মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে, ঘন্টায় ৬০ কি.মি. ঝোড়ো বাতাস বইতে পারে। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভবনা প্রবল। যার জেরে ইতিমধ্যেই মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে মৌসম ভবন। পাশাপাশি, ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতির আশঙ্কায় কৃষি দপ্তরের তরফে চাষিদের ধান, ভুট্টা কেটে নেওয়ার কথা বলা হয়েছে।